কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আজ থেকে বসানো হয় এই বাজার। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সাংবাদিক ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।