কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মুসলিহীন উপজেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার উত্তর বাজার জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী, মুসলিহীন এর কাউখালী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক রাকিব তালুকদার, যুব মুসলিহিনের সভাপতি মঈন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমার ফিরোজ সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশের জনগন ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।