মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় থানা হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আখতার উল আলম পুলিশ সুপার, ময়মনসিংহ এবং উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, পরিচালনায় ছিলেন ওসি তদন্ত মোঃ আজহারুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামাতের আমির,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, সাংবাদিক বৃন্দ,শ্রমিক এবং সাধারণ জনগণ। এসময় উপস্থিত সকলের মতামত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, মাদক, জুয়া, বাল্যবিবাহ, চোরাকারবারি, জমি নিয়ে বিরোধ,যানজট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ফুলপুর থানায় জনবল কম থাকায় কাজের অগ্রগতি আগের তুলনায় কম।ফুলপুর উপজেলায় দশটি ইউনিয়ন অফিসার আছেন ৬ জন পুলিশ সুপার বলেন আমার ১৪টা থানা নিয়ে কাজ করতে হয় আমার সদরেই জনবল কম, আপনার পুলিশ কে সহায়তা করেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। পুলিশ জনগণের বন্ধু শত্রু নয় বিশেষ করে রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে এবং সাধারণ জনগণের কাছে আমার আকুল আবেদন আপনারা সবাই পুলিশ কে সহায়তা করেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।