1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক

ফুলপুরে বাড়ী থেকে ছোট ভাইকে উচ্ছেদ ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-২

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে ছোট ভাইকে বাড়ী থেকে উচ্ছেদ চেস্টা, মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বওলা ইউনিয়নে। গ্রেপ্তারকৃতরা হলো, ফুলপুর উপজেলার বওলা বাজার সংলগ্ন আব্দুল খালেকের ছেলে সাইদুর রহমান ও ওবায়দুর রহমান। জানা যায়, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে বওলা বাজার সংলগ্ন মৃত হাতেম আলী মুন্সীর দুই ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২ ও আব্দুল খালেক (৬০)এর মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বড় ভাই আব্দুল খালেক তার সন্তানদের নিয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে বাড়ী থেকে উচ্ছেদ করার চেস্টা করে আসছিল। আবু বক্কর সিদ্দিককে প্রায়ই মারপিট করে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও কোন কাজ হয়নি। বড় ভাই আব্দুল খালেক তার ছেলে আঃ রহমান, সাইদুর রহমান, ওবায়দুর রহমান, বিল্লাল হোসেন গং বৃহস্পতিবার(২০ জুলাই) বিকালে আবু বক্কর সিদ্দিককে রাস্তায় পেয়ে লাঠিসোঠা দিয়ে আঘাত করে ও গলায় শ্বাসরোধ করে হত্যা চেস্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে উপজেলা প্রশাসন ও ফুলপুর থানা পুলিশের দৃষ্টিগোচর হয়। সাথে সাথে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে মাঠে নামেন। পরবর্তীতে আবু বক্কর সিদ্দিক লিখিত অভিযোগ দিলে আসামিদের বিরুদ্ধে মামলা (নং ২৫) রুজু করে সাইদুর রহমান ও ওবায়দুর রহমান নামে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজন আবু বক্কর সিদ্দিকের ভাতিজা। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেফতার করার চেস্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓