1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু গজারিয়া পৃথক স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক গজারিয়া ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল গজারিয়া টেংগারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক  ভেড়ামারায় উপজেলা বিএনপির পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন গলাচিপা বিএনপির আয়োজনে নববর্ষ উদযাপিত কাউখালীতে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত কাউখালীতে বিএনপি’র উদ্যোগে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত পিরোজপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত

কাউখালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এ কে এম আব্দুস শহীদ, সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থারার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া প্রমুখ। বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে শোক সভাস্থলে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে মুজিব চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ,জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাকিব বাদশা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন,সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এর আগে নিহতদের স্মরণে মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓