পিরোজপুরের কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন। পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, কাউখালী উপজেলায় তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দক্ষিণ বাজারের উপশম মেডিকেল হলকে তিন হাজার পাঁচ শত টাকা, জাহাঙ্গীর ট্রেডার্সকে দুই হাজার পাঁচ শত টাকা ও আসপদ্দির মায়ের দোয়া বেকারিকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।