ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার ১২(অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র মিঃ শশধন সেন, ফুলপুর থানার তদন্ত অফিসার বন্দে আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল সাহা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।