1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার! দায়িত্বে অবহেলার অভিযোগে কাউখালীর দুই শিক্ষক বহিস্কার গজারিয়ায় ১০ মামলার আসামি সন্ত্রাসী সৈকত গ্রেপ্তার মেঘনায় চিকিৎসকের ছদ্মবেশে ফিল্ড এসিস্ট্যান্ট, অপচিকিৎসায় প্রাণ গেল গরুর ফুলপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন গজারিয়া উন্নত জাতের গরু পালন করছে শিকদার মর্ডাণ এগ্রো লি রাঙ্গাবালীতে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, দোকানদারকে জরিমানা গজারিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা দিল উপজেলা বিএনপি গজারিয়া ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২ মধ্যরাতে কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার

নাজিরপুরে সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের নাজিরপুর উপজেলা প্রতিনিধি লাহেল মাহমুদকে হত্যার হুমকীর প্রতিবাদ ও হুমকী দাতা চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার অন্যতম আসামী যুবদল নেতা অনুপ শিকদার সহ ছাত্রদল ও শিবির ক্যাডারদের গ্রেফতারের দাবীতে নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে নাজিরপুর প্রেসক্লাবের ও উপজেলায় কর্মরত সাংবাদিক সহ ওই সন্ত্রাসীদের হাতে নির্যাতিত ভুক্তভোগী স্হানীয়রা অংশ নেন।এ ছাড়া লাহেল মাহমুদ বাংলা নিউজ ২৪ ডটকম এর পিরোজপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন।জানা গেছে, গত ১২ অক্টোবর দৈনিক যুগান্তরের সাংবাদিক লাহেল মাহমুদকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার অন্যতম আসামী যুবদল ক্যাডার অনুপ শিকদার, ছাত্রদল ক্যাডার শফিকুল ইসলাম সোহেল, ছাত্র শিবিরের ক্যাডার মশিউর রহমান ও জাহিদ হোসেন হত্যার হুমকী দেয়। তারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।সন্ত্রাসী অনুপ শিকদার ওই ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামের মৃত অমল কৃষ্ণ শিকদারের ছেলে।এ ছাড়া ছাত্রদল ক্যাডার শফিকুল সোহেল একই ইউনিয়নের চৌঠাইমহল গুচ্ছ গ্রামের (আদর্শ গ্রাম) হাবিববুর রহমান খানের ছেলে।এ ছাড়া শিবির ক্যাডার মশিউর রহমান ওই ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের সালাম খলিফার,জাহিদুর রহমান জাহিদ একই গ্রামের আজাহার আলী শেখের ছেমোনববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলু, বর্তমান সাধারন সম্পাদক মো. তৌফিকুল ইসলাম দেলোয়ার, সমকাল প্রতিনিধি মুহাম্মদ তাওহীদুল ইসলাম দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মো. অহিদুজ্জামান চঞ্চল প্রমুখ। এ ছাড়া খুনি অনুপ সিকদারের নিজ এলাকার ভুক্তভোগী শিক্ষক শ্যামল মাতা, প্রদীপ হালদার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ওই সব যুবদল, ছাত্রদল ও শিবির ক্যাডাররা এক হয়ে এলাকার বিভিন্ন বাড়িতে সন্ত্রাস, চাঁদাবাজি সহ রাস্তার গাছ কেটে নেন।তাদের এমন অপরাধে এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।কেউ কোন প্রতিবাদ করলে হত্যার হুমকী সহ বিভিন্নভাবে হয়রানী করে।অভিলম্বে তাদের গ্রেফতার সহ দৃষ্টিান্তমূলক শাস্তির দাবী করছেন বক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓