বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের আয়োজনে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে থেকে একটি শান্তি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ দিকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীতে পিরোজপুর থেকে দুরপাল্লার যান চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় কম।এ ছাড়া শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্হানে পুলিশ মোতায়েন রয়েছে।কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।