পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথ ইউনিয়নের ৫নং বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে মারধরের ঘটনার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্হানীয়রা।এ মারধরের ঘটনায় কাউখালী থানায় একটি এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী শিক্ষক আবু হানিফ।রবিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় ঘন্টাব্যাপী পূর্ব বেতকা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে অভিভাবকগন।এসময় অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বেতকা গেয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায় পরীক্ষা চলাকালীন চতুর্থ শ্রেণির ছাত্রী সাইমুন জাহান ফারিয়া হলে দায়িত্বে থাকা শিক্ষক মোঃ আবু হানিফ এর কাছে ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর জানতে চান।তিনি এর কোন উত্তর না বলে তাকে লেখার জন্য বলেন।এর পরেও ওই ছাত্রী তাকে একাধিকবার বিরক্ত করলে তিনি তাকে ধমক দিয়ে চুপচাপ পরিক্ষা দেয়ার জন্য বলেন।পরে পরিক্ষা শেষে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি বাড়িয়ে তাকে মারা হয়েছে বলে তার অভিভাবকদের বলে।পরিক্ষা শেষে ওই শিক্ষার্থীর ভাই মোঃ সজীব খান (২০), চাচাতো ভাই মোঃ মহাসিন মন্টু (২৫) ও মোঃ ইয়াছিন খান (১৯) শিক্ষক মোঃ আবু হানিফকে বাজারের একটি চায়ের দোকানে ধরে নিয়ে কিল-ঘুষি ও চর থাপ্পড় মারতে থাকেন।এসময় স্হানীয়রা এসে তাকে উদ্ধার করেন। তখন ওই বখাটেরা শিক্ষককে পারে দেখে নেয়ার হুমকি দেন।মানববন্ধনে অংশগ্রহণকারী বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি শারমিন আক্তার বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিক্ষা শেষে ওই ছাত্রীর ভাইয়েরা এসে তার বোনের কথা মতন স্কুলের সামনের বাজারের চায়ের দোকানে শিক্ষককে ধরে নিয়ে মারধর করেন।ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারতেন। শিক্ষকের গায়ে হাত দেওয়া এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সদস্য মোঃ কাওছার হাওলাদার, শিক্ষার্থী অভিভাবক বাদল খান প্রমুখ।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া জানান, এ ঘটনায় শনিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।