একাদশ দফায় অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।তবে প্রতি সপ্তাহে রবি-সোম ও বুধ-বৃহস্পতিবারের চিরচেনা রুটিন থেকে তারা বের হয়ে এসেছে।এবার মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান।আন্দোলন ও কর্মসূচি চলতেই থাকবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন তাদের মতো করে করার চেষ্টা করছে সরকার।এর অংশ হিসেবে গণহারে খেয়াল খুশি মতো গ্রেফতার চলছে।এসবের কারণ একটাই, ভোটারদের মনে ভয় ধরানো।এ সরকারের ভোটারের দরকার নেই