1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ গ্রহণ কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

সাত স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন রবিজুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

একটি দুটি তিনটি নয়, সাত সাতটি বিয়ে করেছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম (৩৮)।বর্তমানে সাত বউকে নিয়ে কোনো ঝামেলা ছাড়াই তিনি খুব সুখেই সংসার করছেন।স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। রবিজুল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের মিয়াপাড়ার আয়নাল মন্ডলের ছেলে।তাঁর স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বপ্না (৩০), একই উপজেলার ডমবলপুর এলাকার বানু আক্তার (৩৫) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)।রবিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আমি মা-বাবার একমাত্র ছেলেসন্তান।আমার একটা সমস্যা ছিল। সেই সমস্যার বিষয়টি আমি জানি না।আমার মা মানত করেছিলেন, ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দেবেন। মায়ের মনের আশা পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার,আত্মীয়স্বজন ও স্থানীয়রা সবাই খুশি।সাত বউই খুব ভালো।স্ত্রীদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ হয় না।সাত স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার।স্ত্রীরা আদর-যত্ম করে।তারা খুব ভালোবাসে।তিনি আরো বলেন, আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম।দুই বছর আগে দেশে এসেছি।বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখানোর সেন্টার আছে।এ ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে।আমি গাড়ি চালাই এবং গাড়ি চালানো শেখাই।এসব উপার্জন দিয়ে আমার সংসার চলে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৯ সালে রুবিনাকে বিয়ে করি।তার দুইটা ছেলে রয়েছে।এরপর লিবিয়ায় থাকা অবস্থায় ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করি।তার এক ছেলে ও এক মেয়ে। ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করি।তার এক মেয়ে আছে।এক বছর আগে স্বপ্নাকে বিয়ে করি।তিন মাস আগে বানুকে, আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেছি। খোঁজ-খবর নিয়ে পারিবারিকভাবে বিয়ে করেছি। সবাই খুবই ভালো।পরস্পর আপন বোনের মতো সম্পর্ক সবার। কখনো ঝগড়াঝাঁটি করে না। একসঙ্গে মিলেমিশে কাজ করে, সংসার করে।স্থানীয়রা জানায়, রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন।সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন।সাত বউ মিলেমিশে সংসার করেন। এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে যায়।তারা ভালোই আছেন।তার এক স্ত্রী বলেন, আমরা সাত বোনের মতো। আমরা সারা দিন মিলেমিশে সংসারের কাজ করি।সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক।বোনের মতো এক বাড়িতে বসবাস করি।কেউ কাউকে হিংসা করে না।কেউ কম কাজ করল বা বেশি কাজ করল, তাতে কিছু যায়-আসে না।আমরা জেনেশুনে বিয়ে করেছি।আমাদের মন খারাপ হয় না।আমাদের স্বামীও খুবই ভালো মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓