কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
মাদককে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধ করি এই শ্লোগানে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া টেম্পু ষ্টান্ডে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাইকুজ্জামান তালুকদার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।এসময় বক্তব্য রাখেন চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, এস আই জয়ন্ত কুমার, আবুল কালাম প্রমুখ।অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করছে।তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।