1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক

মিথ্যা সংবাদ প্রচার ও ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ ববির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে

  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শফিকুর রহমান ওরফে শফিক মুন্সির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও ভয়ভীতি দেখিয়ে এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে৷ এছাড়াও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা হলের ৪০২১ নং রুম দখল করে অবস্থান করছেন অভিযুক্ত এই শিক্ষার্থী।গত ২৩শে জানুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক নারী শিক্ষার্থী প্রক্টর বরাবর এমন অভিযোগ করেন।এর আগেও অভিযুক্ত শফিক মুন্সীর বিরুদ্ধে আরেক নারী শিক্ষার্থী দুইবার সাবেক প্রক্টরের কাছে একই ধরনের অভিযোগ করেছিল।অভিযোগ পত্রে ঐ শিক্ষার্থী উল্লেখ করেন, পড়াশুনা দুই বছর আগে শেষ হলেও শফিকুর রহমান (শফিক মুন্সি) দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে হলে অবস্থান করছেন৷ তিনি বিভিন্নভাবে অস্ত্র দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেন,অবৈধভাবে বিভিন্ন কাজ করতে বলেন, তার কথা না শুনলে তিনি মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা হেনস্তা করার হুমকি দেন সাধারণ শিক্ষার্থীদের।তিনি সকলের কাছে দাবি করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কথায় চলে এবং তার কারণেই সকলে এই অবস্থানে আছেন।অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে ইতিমধ্যে ২ বার তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে ওই আপু।২ বার ই তিনি মুচলেকা প্রদান করেন।ভুক্তভোগী নারী শিক্ষার্থী আরও উল্লেখ করেন, কিছুদিন যাবৎ তিনি আমাকেও মিথ্যা সংবাদ প্রচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর ভয় দেখিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন এর জন্য চাপ দিচ্ছেন।আমি আমার নিজ নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, অভিযোগ দেওয়ার পর থেকেই অভিযোগ প্রত্যাহারে শফিক মুন্সি, বিভিন্ন শিক্ষক, রাজনীতিবীদসহ বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে আসছে৷ আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলছে,আমি নিরাপত্তাহীনতায় ভুগছি৷ আমি এর বিচার চাই৷বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, বিষয়টি আমি জানি৷তবে এটা ছোটখাটো বিষয়৷এটা নিয়ে অনেক কথা হয়েছে৷বিষয়টি সমাধানের পথে৷ এই বিষয় নিয়ে নিউজ না করার পরামর্শ দেন এই প্রতিবদককে৷বিষয়টি নিয়ে অভিযুক্ত শফিক মুন্সির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি৷তবে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানোর প্রতিউত্তরে তিনি এই প্রতিবেদককে বলেন, আপনি এটা (অভিযোগ পত্র) কোথায় পেয়েছেন? এটা কে দিয়েছে আপনাকে? এটার কোন ভিত্তি নেই।এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।এটা নিয়ে নিউজ কইরেন না।উল্লেখ্য, বিভিন্ন সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রভাব বিস্তার ও সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক তার পক্ষে ফেসবুকে প্রচার প্রচারণা (পোস্ট করানো) চালাতে বাধ্য করার অভিযোগ রয়েছে অভিযুক্ত সাবেক এই শিক্ষার্থীর বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓